Thursday, August 3, 2017

রুট করুন যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইস সহজেই!!! (Root any Android Device easily without PC in Bangla!!!)

Download Kingroot apk


আজকে আপনাদের সাথে আমি অ্যান্ড্রয়েড ফোন রুট করার পদ্ধতি আলোচনা করবো। আমরা অনেকেই আছি যারা অ্যান্ড্রয়েড ফোনের অভ্যন্তরীন এক্সেস পেতে চাই। নিজের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে নেক্সট লেভেলের কাজকর্ম করতে চাই। নিজের অ্যান্ড্রয়েড ফোনটাকে  আরো কনট্রোলে আনতে চাই (যেমন System App আনইনস্টল করা) যারা অ্যাডভান্সড লেভেলের অ্যান্ড্রয়েড ইউজার তাদের জন্যই হলো অ্যান্ড্রয়েড রুট সিস্টেম। অ্যান্ড্রয়েড ফোন রুট করলে আপনি আপনার ফোনের ফুল এক্সেস সহ আরো অনেক সুবিধা ভোগ করতে পারবেন।অ্যান্ড্রয়েড ফোন অনেক ভাবে রুট করা যায়। তবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে
Kingroot নামক সফটওয়্যারটি দিয়ে রুট করা। নিচে Kingroot সফটওয়্যারটি দিয়ে অ্যান্ড্রয়েড ফোন রুট করার নিয়ম দেয়া হলো :-



অ্যান্ড্রয়েড ফোন রুট করার নিয়ম 

১.প্রথমে আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনে Kingroot নামক একটি App ইনস্টল করতে হবে। App টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
২.App টি ইনস্টল করুন।
৩.তারপর ওদের Terms and conditions একসেপ্ট করুন।
৪.App টিতে ঢোকার পর নিচে Start Root লেখা একটি অপশন পাবেন। ওখানে ক্লিক করুন। (Start Root বাটন এ ক্লিক করার আগে Mobile Data বা Data Connection অন করে নিতে হবে। নাহলে রুট করা যাবে না। সিম এ কমপক্ষে ১০০ MB ডাটা রাখবেন।রুট করার সময় ৫০ থেকে ৬০ MB ডাটা খরচ হতে পারে)
৫.তারপর শুধু অপেক্ষা করুন। ডাটা কানেক্শনের স্পিড ভালো হলে মোটামুটি ৪-৫ মিনিটের মধ্যে রুট কমপ্লিট হয়ে যাবে।


এই হলো রুট করার সবচেয়ে সহজ ও দ্রুত উপায়। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। 

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. I am extremely greatfull to you as you shared this.I am recently developing associate app kissasian mobile that is you would possibly have an interest to seem on that.

    ReplyDelete
  3. I cannot root my device Samsung galaxy sm-G532G using king root apk.Please solutions me.

    ReplyDelete
  4. Received really great information, thanks for giving us such a wonderful article. . Android Tips

    ReplyDelete

মেগাবাইট ও মেগাবিটের মধ্যে পার্থক্য (Difference between MBps and Mbps)

হ্যালো বন্ধুরা। অনেক দিন পর একটা ইনফরমেশনপুর্ন আর্টিকেল নিয়ে হাজির হলাম। আশা করি লেখাটি পরে আপনার জ্ঞানের কচকচি একটু হলেও বাড়বে।