Friday, July 28, 2017

কিভাবে সহজে অতি দ্রুত আপনার ফোনের হ্যাং-করার সমস্যা দূর করবেন!!! (How to get rid of your phone crushing or phone Hanging problem easily and fast in Bangla!!!)

আজকে আমি আপনাদের  সামনে অ্যান্ড্রয়েড ফোন হ্যাং হয়ে যাওয়া বা অ্যান্ড্রয়েড ফোন Hanging থেকে বাঁচার একটি সহজ পদ্ধতি বা ট্রিক তুলে ধরবো। ট্রিক টি কয়েকটি ধাপ এ করতে হয়। নিচে ধাপগুলো তুলে ধরা হলো:

1.প্রথমে আপনার ফোনের Settings অপশন এ যান।

Best way to get rid of android hanging problem

2.তারপর About Device নামক অপশনটিতে Click করুন। 

Best way to get rid of android hanging problem




3.About Device অপশনে Click করার পর আপনি Build Number নামক অপশন পাবেন। সেই অপশনটিতে ৮ থেকে ৯ বার একটানা দ্রুত ক্লিক করুন। 

Best way to get rid of android hanging problem


4.তারপর Back বাটনে Click করুন।
5.দেখবেন About Device অপশনের উপরে Developer Mode বা Developer Option  নামে নতুন একটা অপশন দেখা যাচ্ছে। সেই অপশনটাতে Click করুন। 
6.Click করার পর  একটু নিচে গেলে Window animation Scale, Transition animation Scale, ও animator duration scale নামক ৩ টি অপশন দেখতে পাবেন। 



Best way to get rid of android hanging problem


7.প্রত্যেকটা অপশনে Click  করে Animation off  অপশন Select করুন। 


Best way to get rid of android hanging problem

ব্যাস এইটুকু কাজই যথেষ্ট। এরপর দেখবেন আপনার ফোন কেমন গতিতে দৌড়ায়। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। 

No comments:

Post a Comment

মেগাবাইট ও মেগাবিটের মধ্যে পার্থক্য (Difference between MBps and Mbps)

হ্যালো বন্ধুরা। অনেক দিন পর একটা ইনফরমেশনপুর্ন আর্টিকেল নিয়ে হাজির হলাম। আশা করি লেখাটি পরে আপনার জ্ঞানের কচকচি একটু হলেও বাড়বে।